রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন কার্যক্রম উদ্বোধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন কার্যক্রম উদ্বোধন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রধান যান্ত্রিক অবকাঠামো ভিভিইআর-১২০০ চুল্লিপাত্র বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন শেষে আজ রবিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্প-সংশ্লিষ্টদের মতে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান যান্ত্রিক অংশ হলো রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। এটিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘হৃৎপিণ্ড’ও বলা যেতে পারে, যা এরই মধ্যে স্থাপিত হয়েছে। এর আগে প্রকল্পটির ভূমি-ভবনসহ অন্যান্য অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। 

প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, এ বছরের মধ্যে নির্মাণ স্থাপনার ৫০ শতাংশ কাজ শেষ হবে এবং আগামী দুই বছরের মধ্যে অবশিষ্ট কাজও শেষ করা হবে।

আশা করা হচ্ছে ২০২৩ সালের মধ্যে এই প্রকল্পের প্রথম ইউনিট উৎপাদনে আসবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)