কন্টেইনারের ভেতর থেকে চিৎকার শুনে ১২৬ অভিবাসী উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

কন্টেইনারের ভেতর থেকে চিৎকার শুনে ১২৬ অভিবাসী উদ্ধার

মানবপাচারকারী চক্রের ফেলে যাওয়ার কন্টেইনার থেকে ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে গুয়েতমালার পুলিশ। কন্টেইনারের ভেতর থেকে চিৎকার শোনার পর তাদের উদ্ধার করা হয়। আজ রবিবার এক প্রতিবেদনে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

উদ্ধারকৃত অভিবাসীদের গুয়েতমালার মাইগ্রেশন ইন্সটিটিউটে রাখা হবে। 

এসব অভিবাসী তাদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য দালাল চক্রকে অর্থ দিয়েছিলেন। ১২৬ জনের মধ্যে ১০০ এর বেশি অভিবাসী হাইতির। এছাড়া নেপাল ও ঘানার নাগরিকও রয়েছে। 

বিবিসি জানায়, অভিবাসীদের প্রথমে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নিয়ে আসা হয়। সেখান থেকে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে পৌঁছানোর চেষ্টা করেন দালালরা। এখন অভিবাসীদের ফের হন্ডুরাসে ফেরত পাঠানো হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা