নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০

নাইজেরিয়ার সোকোটা রাজ্যে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

খবরে বলা হয়েছে, একটি মার্কেটে এবং বেশ কয়েকটি গাড়িতে এ হামলা চালানো হয়। সোকোটার পুলিশবিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানিয়েছেন, সশস্ত্র অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি চালায়। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এ হামলার জন্য বিরাজমান নিরাপত্তাহীনতাকে দায়ী করেছেন সোকোটার পার্লামেন্টের সদস্য হুসেইন বোজা। সোকোটা পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কতজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাননি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা