কঙ্গোতে নৌকাডুবি: শতাধিক মৃত্যুর আশঙ্কা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

কঙ্গোতে নৌকাডুবি: শতাধিক মৃত্যুর আশঙ্কা

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ মোঙ্গালার গভর্নর নেস্টর মাগবাদো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত সোম থেকে মঙ্গলবারের মধ্যে কঙ্গো নদীতে নৌকাটি ডুবে যায়। এ পর্যন্ত ৫১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৬৯ জন। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত আছে। তবে জীবিত কাউকে উদ্ধারের আশা খুবই কম।

তিনি  জানান, ৯টি ঐতিহ্যবাহী কাঠের ক্যানো একসঙ্গে যুক্ত করে নৌযানটি তৈরি করা হয়েছিল। এটি পিরোগাস নামে পরিচিত। অতিরিক্ত যাত্রী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)