কয়লা সংকটে লেবাননে ব্ল্যাকআউট, অন্ধকারে ৬০ লাখ মানুষ!


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

কয়লা সংকটে লেবাননে ব্ল্যাকআউট, অন্ধকারে ৬০ লাখ মানুষ!

কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে লেবাননের সব থেকে বড় দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে অন্ধকার নেমে এসেছে গোটা দেশের ওপর। বিদ্যুতের অভাবে আরও সংকটের মুখে দেশটি। এমনিতেই অর্থনৈতিকভাবে লেবাননের অবস্থা টালমাটাল। এ পরিস্থিতিতে বিদ্যুতের অভাবে মধ্য প্রাচ্যের এ দেশের ৬০ লাখ মানুষের ওপর নেমে এসেছে অন্ধকার। 

সরকারি বিদ্যুৎ কোম্পানি সেনাবাহিনীর রিজার্ভ তেল ব্যবহার করে সাময়িকভাবে বিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারলেও এই সমাধানসূত্র দীর্ঘস্থায়ী নয় বলে জানিয়েছে সেদেশের সরকার। লেবানন সরকারের বক্তব্য, কয়লার আমদানি না হলে, সোমবার পর্যন্ত এ দুর্যোগ চলতে থাকবে। 

উল্লেখ্য, লেবাননের সবথেকে বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা জাহরানি এবং ডেইর আম্মার। এ দুই সংস্থার উৎপাদন কেন্দ্রগুলো দেশের ৪০ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটায়। এই আবহে ভয়ঙ্কর বিদ্যুৎ সংকটের মুখোমুখি লেবানন। এর আগে শুক্রবার জ্বালানি সংকটের কারণে দেইর আম্মার কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। শনিবার জাহরানি কেন্দ্রটিও বন্ধ হয়ে যায় একই কারণে। এদিকে অর্থনৈতিক সংকটের কারণে লেবাননের আমদানি করা জ্বালানি তেল ইতোমধ্যে শেষ হওয়ার পথে।

সূত্র : হিন্দুস্তান টাইমস,  ডেইলি মেইল


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা