আত্মহত্যা প্রতিরোধে তিন বাবার যাত্রা, এগিয়ে এলেন ‘জেমস বন্ড’ও


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

আত্মহত্যা প্রতিরোধে তিন বাবার যাত্রা, এগিয়ে এলেন ‘জেমস বন্ড’ও

বিশ্বের এখন আলোচিত অভিনেতার একজন ড্যানিয়েল ক্রেইগ। সম্প্রতি তার অভিনীত ছবি ‌‘নো টাইম টু ডাই’ মুক্তি পেয়েছে। জেমস বন্ড সিরিজের এই ছবিতেই শেষবারের মতো ক্রেইগকে পর্দায় দেখবেন দর্শক। এরপর আর ক্রেইগ জেমস বন্ড সিরিজে কাজ করবেন না বলে জানিয়েছেন। তাই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

ক্রেইগ এই মুহূর্তে যা করছেন তাই থাকছে আলোচনায়। সম্প্রতি তিনি তিনজন বাবাকে সহায়তা দিয়েছেন। ওই তিন বাবার সন্তানই আত্মহত্যা করেছেন। তাই আত্মহত্যা প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধিতে তিন বাবা নিয়েছেন ব্যতিক্রমী কর্মসূচি। তারা নির্দিষ্ট দূরত্ব হেঁটে তহবিল গঠনের কাজ শুরু করেছেন। সেই তহবিলেই ১০ হাজার পাউন্ড দিয়েছেন ড্যানিয়েল ক্রেইগ।

এমন কর্মসূচিতে ক্রেইগ এগিয়ে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিন বাবা। থ্রি ড্যাডস ওয়াকিং শিরোনামের এ কর্মসূচির মাধ্যমে সংগৃহীত তহবিলের অর্থ জমা হবে প্যাপিরাস চ্যারিটিতে।  

সূত্র : বিবিসি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা