রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে মদিনা মসজিদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. কাশেম (২৫)। বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার শরীয়তপুর গ্রামে। 

শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান গণমাধ্যমকে বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে মরদেহ। 

মারা যাওয়া কাশেমের ভাতিজা সানাউল্লাহ গণমাধ্যমকে বলেন, তার বড় ভাই কালুর ওয়ার্কশপে কাজ করতেন কাশেম। রাত সাড়ে ১১টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা