ভারতে কৃষক হত্যা, অবশেষে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

ভারতে কৃষক হত্যা, অবশেষে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে

উত্তর প্রদেশের লখিমপুর খিরিতে গাড়িচাপায় চার কৃষক নিহতের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে। দীর্ঘ ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, লখিমপুর কাণ্ডের পাঁচ দিন পর গ্রেফতার করা হলো আশিস মিশ্রকে। তার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে সে (আশিস মিশ্র) সঠিক জবাব এড়িয়ে যায় এবং সহযোগিতা করেনি।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। আজ রবিবার তার ছেলে আশিস মিশ্রকে আদালতে তোলা হতে পারে।

এর আগে গত সপ্তাহে উত্তর প্রদেশের লখিমপুর খিরিতে কৃষকদের সমাবেশে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠে আশিসের বিরুদ্ধে। এ সময় চার কৃষক নিহত হন। পরে সহিংসতা ছড়িয়ে পরলে আরও চারজন নিহত হন। যদিও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র দাবি করেছিল, তার ছেলে ওই গাড়িতে ছিল না।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা