স্বস্তি নিয়ে আবুধাবি যাচ্ছে টাইগাররা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

স্বস্তি নিয়ে আবুধাবি যাচ্ছে টাইগাররা

বাংলাদেশে শীতের আগমনী হাওয়া বইছে। কিন্তু ওমানে এখন প্রচুর রোদ-গরম। বাতাসটাও বেশ উষ্ণ। মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভিন্নধর্মী কন্ডিশনেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে। কন্ডিশনে মানিয়ে নিতে ওমানে গিয়ে টানা তিন দিন অনুশীলন করেছিল টাইগাররা। নিজেদের পরখ করে নিতে গত শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন মুশফিক-লিটনরা। কন্ডিশনের চ্যালেঞ্জ জয়ের প্রচেষ্টায় প্রাথমিকভাবে সাফল্য এসেছে। গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলকে ৬০ রানে পরাজিত করেছে বাংলাদেশ দল।

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা রান পেয়েছেন, বোলাররা উইকেট নিয়েছেন। সবমিলিয়ে প্রস্তুতি খুব খারাপ হয়নি। ভালো প্রস্তুতির স্বস্তি নিয়েই আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাবে মাহমুদউল্লাহ বাহিনী। আইসিসির নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা, ওমান দলও আমিরাতে যাবে। বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে প্রস্তুতি ম্যাচ খেলতেই উড়াল দিচ্ছে তিন দল।

আজ আবুধাবিতেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শেষ হয়ে যাওয়ায় মুস্তাফিজ ইতোমধ্যে বাংলাদেশ দলের জন্য নির্ধারিত হোটেলে উঠে পড়েছেন। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাকি থাকলেও সাকিব টাইগার শিবিরে আজ যুক্ত হচ্ছেন। কারণ দুই জনকেই আইপিএল খেলতে ৭ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল বিসিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বাংলাদেশে শীতের আগমনী হাওয়া বইছে। কিন্তু ওমানে এখন প্রচুর রোদ-গরম। বাতাসটাও বেশ উষ্ণ। মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভিন্নধর্মী কন্ডিশনেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে। কন্ডিশনে মানিয়ে নিতে ওমানে গিয়ে টানা তিন দিন অনুশীলন করেছিল টাইগাররা। নিজেদের পরখ করে নিতে গত শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন মুশফিক-লিটনরা। কন্ডিশনের চ্যালেঞ্জ জয়ের প্রচেষ্টায় প্রাথমিকভাবে সাফল্য এসেছে। গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলকে ৬০ রানে পরাজিত করেছে বাংলাদেশ দল।

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা রান পেয়েছেন, বোলাররা উইকেট নিয়েছেন। সবমিলিয়ে প্রস্তুতি খুব খারাপ হয়নি। ভালো প্রস্তুতির স্বস্তি নিয়েই আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাবে মাহমুদউল্লাহ বাহিনী। আইসিসির নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা, ওমান দলও আমিরাতে যাবে। বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে প্রস্তুতি ম্যাচ খেলতেই উড়াল দিচ্ছে তিন দল।

আজ আবুধাবিতেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শেষ হয়ে যাওয়ায় মুস্তাফিজ ইতোমধ্যে বাংলাদেশ দলের জন্য নির্ধারিত হোটেলে উঠে পড়েছেন। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাকি থাকলেও সাকিব টাইগার শিবিরে আজ যুক্ত হচ্ছেন। কারণ দুই জনকেই আইপিএল খেলতে ৭ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল বিসিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বাংলাদেশে শীতের আগমনী হাওয়া বইছে। কিন্তু ওমানে এখন প্রচুর রোদ-গরম। বাতাসটাও বেশ উষ্ণ। মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভিন্নধর্মী কন্ডিশনেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে। কন্ডিশনে মানিয়ে নিতে ওমানে গিয়ে টানা তিন দিন অনুশীলন করেছিল টাইগাররা। নিজেদের পরখ করে নিতে গত শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন মুশফিক-লিটনরা। কন্ডিশনের চ্যালেঞ্জ জয়ের প্রচেষ্টায় প্রাথমিকভাবে সাফল্য এসেছে। গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলকে ৬০ রানে পরাজিত করেছে বাংলাদেশ দল।

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা রান পেয়েছেন, বোলাররা উইকেট নিয়েছেন। সবমিলিয়ে প্রস্তুতি খুব খারাপ হয়নি। ভালো প্রস্তুতির স্বস্তি নিয়েই আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাবে মাহমুদউল্লাহ বাহিনী। আইসিসির নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা, ওমান দলও আমিরাতে যাবে। বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে প্রস্তুতি ম্যাচ খেলতেই উড়াল দিচ্ছে তিন দল।

আজ আবুধাবিতেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শেষ হয়ে যাওয়ায় মুস্তাফিজ ইতোমধ্যে বাংলাদেশ দলের জন্য নির্ধারিত হোটেলে উঠে পড়েছেন। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাকি থাকলেও সাকিব টাইগার শিবিরে আজ যুক্ত হচ্ছেন। কারণ দুই জনকেই আইপিএল খেলতে ৭ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল বিসিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বাংলাদেশে শীতের আগমনী হাওয়া বইছে। কিন্তু ওমানে এখন প্রচুর রোদ-গরম। বাতাসটাও বেশ উষ্ণ। মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভিন্নধর্মী কন্ডিশনেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে। কন্ডিশনে মানিয়ে নিতে ওমানে গিয়ে টানা তিন দিন অনুশীলন করেছিল টাইগাররা। নিজেদের পরখ করে নিতে গত শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন মুশফিক-লিটনরা। কন্ডিশনের চ্যালেঞ্জ জয়ের প্রচেষ্টায় প্রাথমিকভাবে সাফল্য এসেছে। গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলকে ৬০ রানে পরাজিত করেছে বাংলাদেশ দল।

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা রান পেয়েছেন, বোলাররা উইকেট নিয়েছেন। সবমিলিয়ে প্রস্তুতি খুব খারাপ হয়নি। ভালো প্রস্তুতির স্বস্তি নিয়েই আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাবে মাহমুদউল্লাহ বাহিনী। আইসিসির নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা, ওমান দলও আমিরাতে যাবে। বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে প্রস্তুতি ম্যাচ খেলতেই উড়াল দিচ্ছে তিন দল।

আজ আবুধাবিতেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শেষ হয়ে যাওয়ায় মুস্তাফিজ ইতোমধ্যে বাংলাদেশ দলের জন্য নির্ধারিত হোটেলে উঠে পড়েছেন। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাকি থাকলেও সাকিব টাইগার শিবিরে আজ যুক্ত হচ্ছেন। কারণ দুই জনকেই আইপিএল খেলতে ৭ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল বিসিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আবুধাবিতে এসে একদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো দলকে। পরে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরে যাবে টাইগাররা। সেখানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড।

নিছক প্রস্তুতি ম্যাচ, নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। তারপরও ওমানের দ্বিতীয় সারির দলটার বিরুদ্ধে ভালো খেলেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে ছাড়া খেলতে নামা দলটা ৪ উইকেটে ২০৭ রানের বড় স্কোর গড়েছে। নাঈম শেখ ৬৩, লিটন দাস ৫৩ রান করেন। শেষ দিকে নুরুল হাসান সোহান ঝড়ো ব্যাটিং করেছেন। ১৫ বলে ৭টি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেছেন তিনি। শামীম হোসেনও অপরাজিত ১৯ রান করেন। জবাবে ৯ উইকেটে ১৪৭ রানের বেশি যেতে পারেনি ওমান ‘এ’ দল। শরীফুল ৩টি, সাইফউদ্দিন ২টি উইকেট পান।

প্রধান নির্বাচকের মতে, প্রস্তুতি খারাপ হয়নি। তবে গুরুত্বপূর্ণ হবে আইসিসি নির্ধারিত শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দুটি। সেখানেই প্রথম রাউন্ডের মূল প্রস্তুতি হবে।

গতকাল মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ওমানে তো ভালোই খেলেছে। গুরুত্বপূর্ণ হবে সামনের দুটি প্রস্তুতি ম্যাচ। টানা ম্যাচ, ভ্রমণে থাকবে দল। সবমিলিয়ে সহজ হবে না। এই দুটি ম্যাচে ভালো করলে আরও আত্মবিশ্বাস বাড়বে।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা