ইলেকট্রিক শকে মাছ শিকার: ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর সরঞ্জামাদি জব্দ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

ইলেকট্রিক শকে মাছ শিকার: ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর সরঞ্জামাদি জব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জে নৌকাসহ ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) রাত ৮ টার দিকে মুন্সিরহাট এলাকায় ডাকাতিয়া নদীতে পুলিশসহ অভিযান পরিচালনা করে এসব সরঞ্জামাদি জব্দ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহারা আকতার রুমা।

বিষয়টি নিশ্চিত করে ফারহারা আকতার রুমা ইত্তেফাককে জানান, দৈনিক ইত্তেফাকের অন লাইন সংস্করণে শুক্রবার (৮ অক্টোবর) ১১: ৪৫ মিনিটে “অভিনব ইলেকট্রিক শকে মাছ শিকার ,শিগগির অভিযান” এবং শনিবার (৯ অক্টোবর) দৈনিক ইত্তেফাকের প্রিন্ট সংস্করণে “ফরিদগঞ্জে ইলেকট্রিক শকে মাছ নিধন” শিরোনামে ছাপানো সংবাদের প্রেক্ষিতে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি দ্রুত এ বিষয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী শনিবার রাতে ডাকাতিয়া নদীতে থানা পুলিশের সহযোগিতায় মাছ নিধনের ব্যাটারী , সার্কিট, আর্থিং, জালসহ নৌকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে, খাল ও বিলে নির্বিচারে ইলেকট্রিক শক দিয়ে অভিনব পদ্ধতিতে মাছ নিধন করছে কিছু অসাধু মৎস্য শিকারিরা। পাশাপাশি বেয়াল জাল, ধর্ম জাল, রিং জাল, পাতা জাল ও বাঁধ দিয়ে দেশীয় প্রজাতির মাছ ও মাছের পোনা নিধন করে চলছে তারা। ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির উপক্রম হয়েছে। এভাবে অভিযান অব্যাহত থাকলে নদী ও খালে বিলে মাছের অভয়ারণ্য পরিবেশ নিশ্চিত করা যাবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা