নৌকার প্রার্থীর বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

নৌকার প্রার্থীর বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (৯ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের প্রস্তাব ও একাধিক জরিপ রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিচ্ছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে টানা গত তিন দিন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় গণভবনে আবারও বৈঠক আহ্বান করা হয়েছে।

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ হাজার ৪৫৮ জন। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল যে প্রস্তাব পাঠিয়েছে সেখানে বিতর্কিত অনেকের নাম রয়েছে। বাদ পড়েছে জনপ্রিয় ত্যাগী নেতাদের নাম। আবার কিছু জায়গায় তৃণমূলের প্রস্তাবে বিদ্রোহীদেরও নাম রয়েছে। কিন্তু বিদ্রোহীদের আর মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে আওয়ামী লীগের। তাই মনোনয়ন বোর্ড এসব সার্বিক বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে প্রার্থী চূড়ান্ত করছে। এতে প্রার্থী চূড়ান্ত করতে সময় একটু বেশি লাগছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত তিন দিনের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক যোগ্যতা, দলীয় আনুগত্য, জনপ্রিয়তা, সক্ষমতা এবং ক্লিন ইমেজের প্রার্থীদেরই মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গত তিন দিনে অতীতে বিদ্রোহী প্রার্থী হওয়া এক জনকেও আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবারের মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বোর্ডের সদস্য কাজী জাফর উল্লাহ, ড. মো. আবদুল রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের প্রথম দিনের বৈঠকে সিরাজগঞ্জ-৬ আসনের পাশাপাশি দুটি উপজেলা পরিষদ, ১০ পৌরসভা এবং রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করে প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবারের মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বোর্ডের সদস্য কাজী জাফর উল্লাহ, ড. মো. আবদুল রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের প্রথম দিনের বৈঠকে সিরাজগঞ্জ-৬ আসনের পাশাপাশি দুটি উপজেলা পরিষদ, ১০ পৌরসভা এবং রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করে প্রকাশ করা হয়।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা