ভাসানচর প্রকল্পের প্রশংসায় জাতিসংঘ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-10-2021

ভাসানচর প্রকল্পের প্রশংসায় জাতিসংঘ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বুধবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে ভাসানচরের রোহিঙ্গা আশ্রয়শিবিরকে সরকারের ‘এক্সিলেন্ট প্রজেক্ট’ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। 

ভাসানচরের পুরো প্রকল্প পরিদর্শন শেষে জাতিসংঘ কর্মকর্তারা বলেন, আমরা ভাসানচরের পুরো প্রকল্প ঘুরে দেখেছি। রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলেছি। তারা তাদের কিছু দাবির কথা আমাদের জানিয়েছে। আমরা তাদের সহায়তার জন্য সরকারের পাশে থাকব এবং বিশ্ব সম্প্রদায়কেও পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

যৌথ সংবাদ সম্মেলনে কর্মকর্তারা আরও বলেন, ভাসানচরে নেওয়া প্রকল্প কক্সবাজারের ক্যাম্পের পরিবেশ ও ব্যবস্থা থেকে অনেক ভালো। আমরা এখানে রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরের বিষয়ে বাংলাদেশের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে সোমবার (৪ অক্টোবর) সকালে নোয়াখালীর ভাসানচরে যান জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর'র দুই সহকারি হাইকমিশনার।

এরা হলেন ইউএনএইচসিআরের কার্যক্রম পরিচালনাবিষয়ক সহকারি হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষাবিষয়ক সহকারি হাইকমিশনার গিলিয়ান ট্রিগস।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা