মিয়ানমারে এক মাসে নিহত জান্তাবাহিনীর ১,৫৬২ সৈন্য


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-10-2021

মিয়ানমারে এক মাসে নিহত জান্তাবাহিনীর ১,৫৬২ সৈন্য

মিয়ানমারের জান্তাবিরোধী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে গত এক মাসে সামরিক বাহিনীর এক হাজার পাঁচশ' ৬২ সৈন্য নিহত হয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে গতকাল শুক্রবার এই তথ্য জানানো হয়।

মিয়ানমারের অবস্থা পর্যব্ক্ষেণকারী থাইল্যান্ডভিত্তিক সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) জানিয়েছে, সেনা অভ্যুত্থানের (১ ফেব্রুয়ারি) পর থেকে শুক্রবার পর্যন্ত দেশটিতে বিক্ষোভে সামরিক জান্তার দমন অভিযানে অন্তত এক হাজার একশ' ৬০ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভ সংশ্লিষ্টতায় সামরিক জান্তার হাতে গ্রেফতার হয়েছেন আট হাজার আট শ' ১৭ জন। বর্তমানে বন্দী রয়েছেন সাত হাজার একশ' ৪৬ জন সৈন্য। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আরও এক হাজার নয়শ' ৮৯ জনের নামে।

গত ৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সামরিক ও প্রশাসনিক লক্ষ্যবস্তুতে মোট নয়শ' ৫৩টি হামলা করা হয়। নৃতাত্ত্বিক ক্ষুদ্র গোষ্ঠীভুক্ত বিদ্রোহী দল ও বেসামরিক প্রতিরোধের এই হামলায় এক হাজার পাঁচশ' ৬২ সৈন্য নিহত এবং পাঁচশ' ৫২ সৈন্য আহত হয়।

এদিকে, মিয়ানমারের জান্তা মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন বলেন, এনইউজির ঘোষণার পর থেকে জান্তা বাহিনীর ওপর আক্রমণ বেড়ে গিয়েছে। তবে জান্তাবিরোধী বিদ্রোহীদের আক্রমণে মোট কত সৈন্য নিহত হয়েছে, তার কোনো পরিসংখ্যান জানাননি তিনি।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া অহিংস বিক্ষোভকে সামরিক উপায়ে জান্তা সরকার দমন করতে গেলে বিক্ষোভকারীরাও বিভিন্ন স্থানে অস্ত্র হাতে নেয়।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর মিয়ানমারের জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট দেশের সাধারণ মানুষকে সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা দেয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা