গ্রান্ড স্লাম জয়ের পর প্রথম হারের মুখ দেখলেন রাদুকানু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-10-2021

গ্রান্ড স্লাম জয়ের পর প্রথম হারের মুখ দেখলেন রাদুকানু

অবশেষে মাটিতে পা পড়লো ব্রিটিশ টেনিসকন্যা এমা রাদুকানুর। ১৮ বছর বয়সী এ টেনিস তারকা গত মাসে ইউএসে ওপেনে জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্লাম। এরপর কোচ অ্যান্ড্রু রিচার্ডসনকে ছাঁটাই করে দিয়েছিলেন এমা। ৮ বছর এমাকে কোচিং করিয়েছিলেন অ্যান্ড্রু রিচার্ডসন।

স্থায়ী কোচ ছাড়া ইন্ডিয়ান ওয়েলসে খেলে শুক্রবার রাতে ২২ তম বাছাই এমা হেরেছেন ১০০ তম বাছাই বেলারুশের আলিয়াক্সান্দ্রা সাসনোভিচের (২৭) সাথে। ৬-২ ৬-৪ সেটে হেরেছেন এমা। ম্যাচটি জিততে পারলে টানা ১১টি ম্যাচ জয়ের রেকর্ড হতো তার।

ম্যাচের পর এমা জানান, এ ম্যাচে আলিয়াক্সান্দ্রা সাসনোভিচ তার কৌশলগুলো ঠিকভাবে কাজে লাগাতে পেরেছে। সে আমার চেয়ে ভালো খেলেছে এবং জয়টা তার প্রাপ্য। 

১০ দিন পর মস্কোতে ক্রেমলিন কাপ খেলতে যাচ্ছেন এমা।

সূত্র : বিবিসি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা