প্যান্ডোরা পেপারস কাণ্ডে চিলির প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-10-2021

প্যান্ডোরা পেপারস কাণ্ডে চিলির প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ

লাতিন আমেরিকার দেশ চিলিতে গতকাল শুক্রবার প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে ক্ষুব্ধ জনগণ।

প্যানডোরা পেপারসে নাম থাকায় দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পাইনেরার বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত ও তার পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পাইনেরা’র বাসভবনের সামনে ব্যানার, কুশপুত্তলিকা নিয়ে স্লোগান দিয়ে জড়ো হন কয়েকশ' বিক্ষোভকারী। 

সম্প্রতি দেশটির একটি খনি প্রকল্পে সেবাস্তিয়ান ও তার পরিবারের সদস্যের অবৈধ যোগসাজশ প্রমাণ হওয়ায় প্যানডোরা পেপারসে ওঠে আসে তাদের নাম। এছাড়াও তার বিপুল পরিমাণ সম্পদের মালিকানা ও গোপনে অর্থবিনিয়োগের তথ্যও আসে জনসম্মুখে। তবে এসব অভিযোগকে 'ভিত্তিহীন' বলে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা