আফগানিস্তানে আত্মঘাতী হামলায় তীব্র নিন্দা ইরানের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-10-2021

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় তীব্র নিন্দা ইরানের

আফগানিস্তানে শিয়া মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে ওই মসজিদে বিস্ফোরণের সময় সেখানে অন্তত ৩০০ মুসল্লি ছিল বলে ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন। আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত ৫৫ জন মুসল্লি নিহত হয়েছেন।

তালেবানে তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কুন্দুজের রাজধানীর খানাবাদ বানদার এলাকার যে মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে তা শিয়া মতাবলম্বীদের।

ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) আত্মাঘাতী এ হমলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানায়, আত্মঘাতী হামলাকারী মসজিদের জড়ো হওয়া মুসল্লিদের মধ্যে নিজেকে উড়িয়ে দেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বার্তা সংস্থা ইরনার বরাতে আত্মঘাতী ওই বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে হাতাহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা