টেলিভিশনে চা ও পিৎজা পরিবেশনের যে দুটি দৃশ্য নিষিদ্ধ করল ইরান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-10-2021

টেলিভিশনে চা ও পিৎজা পরিবেশনের যে দুটি দৃশ্য নিষিদ্ধ করল ইরান

পিৎজা খাচ্ছেন কোনও নারী কিংবা কোনও পুরুষ চা পরিবেশন করছেন নারীদের— টেলিভিশনের কোনও শো কিংবা কোনও ফিল্মে যদি এই দৃশ্য দেখা যায়, তাহলে ততক্ষণাৎ সেটিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

রসিকতা নয়! সত্যিই এই সেন্সরশিপ জারি করেছে ইরান সরকার। টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা ও চিত্রপরিচালকদের সতর্ক করে দেওয়া হয়েছে এ বিষয়ে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, অফিসে কোনও নারীকে চা পরিবেশন করছেন কোনও পুরুষ অথবা নারীদের হাতে চামড়ার গ্লাভস, এসব দৃশ্যও সম্প্রচার করা যাবে না।

এখানেই শেষ নয়। মুসলিম দেশটির তথ্য ও সম্প্রচার দফতরের প্রধান আমির হোসেন শামশাদি আরও জানিয়েছেন, টিভি বা সিনেমার পর্দায় কোনও নারীকে লাল রঙের পানীয় খেতেও দেখানো যাবে না। এমনকি স্যান্ডউইচ খাওয়াও নিষিদ্ধ। কোনও ঘরোয়া দৃশ্যে পুরুষ-নারীকে একসঙ্গে দেখানোতেও আপত্তি রয়েছে সরকারের। প্রশাসনের নজর এড়িয়ে যাতে এ ধরনের দৃশ্য দেখানো না হয়, তার জন্য প্রতিটি দৃশ্য সম্প্রচারের আগে মিলতে হবে সরকারি ছাড়পত্র। আইনের প্যাঁচ থেকে বাঁচতে ইরানের কিছু অনলাইন প্ল্যাটফর্ম নিজেরাই কড়াকড়ি শুরু করেছে। সূত্র: ডেইলি মেইল

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা