করোনা: ব্রাজিলে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-10-2021

করোনা: ব্রাজিলে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী শুক্রবার দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৬১৫ জনের মৃত্যু হয়। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৬ লাখ ৭৭ জন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কিছুদিন আগে ৭ লাখ ছাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও তাদের জনসংখ্যা ব্রাজিলের চেয়ে ৩৫ গুণ বেশি।

শুক্রবার ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার জন। এ পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৭৩০ জন। আর সেরে উঠেছেন ২ কোটি ৬ লাখ ৬৫ হাজার ২৭৩ জন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা