উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ৬ রোহিঙ্গা আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার টেকনাফে অবস্থিত ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতারে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অভিযান অব্যাহত রয়েছে। যার প্রেক্ষিতে উখিয়ার কয়েকটি ক্যাম্প থেকে এপিবিএন সদস্যরা ৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে এসব সন্ত্রাসীদের আটক করা হয়।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বপালনকারী ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, ক্যাম্প এলাকায় নানা অপরাধে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোররাতে মধুছড়া ক্যাম্প থেকে আব্দুল মান্নান, এনায়েতুল্লাহ ইরানি পাহাড় ক্যাম্প থেকে তাহের। লাম্বাশিয়া ক্যাম্প থেকে নাজিম উদ্দিন, নুর বাশার, কুতুপালং ক্যাম্প থেকে ডা. উসমানকে গ্রেফতার করা হয়। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক নাঈমুল হক জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, অপহরণ, ডাকাতির প্রস্তুতি মামলা, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল গ্রেফতারকৃতরা। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা