চট্টগ্রামে হোম হাসপাতালের ফ্রি স্বাস্থ্যসেবা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

চট্টগ্রামে হোম হাসপাতালের ফ্রি স্বাস্থ্যসেবা

চট্টগ্রাম হোম হাসপাতালের উদ্যোগে নগরের টাইগারপাস মতিঝর্ণা বস্তিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। শুক্রবার সকালে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা কর্মসূচিতে নিম্ম-মধ্যবিত্তের শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। স্বাস্থ্যসেবায় সহযোগিতা করে রোটারি ক্লাব অফ চিটাগং প্রাইম, এলবিয়ন গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন অক্ষর গাড়ি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।  

হোম হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী কনসালট্যান্ট ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের নিকটে পৌঁছে দিতে প্রতি মাসের প্রথম শুক্রবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্যোগের অংশ হিসাবে নগরের মতিঝর্ণা এলাকার বস্তির শতাধিক মানুষকে সেবা দেওয়া হয়।    

হেলথ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. সৈকত, চিকিৎসায় সহায়ক ছিলেন নার্স শারমিন, হেলথ এসিস্ট্যান্ট সৈকত বাবলা, ফারুক চৌধুরী ফয়সাল ও জয় বড়ুয়া। উপস্থিত ছিলেন অক্ষরগাড়ি সংগঠনের সভাপতি তারেক আজিজ মাসুম, সংগঠক চন্দন মানিক, অনুপম বড়ুয়া, ইমাম হোসেন, হারুনুর রশীদ, নার্গিস আখতার, গোলাম মোস্তফা, সৈয়দ রাহাত, মোহাম্মদ মতিন, শহিদুল ইসলাম, রোটারি ক্লাব অফ চিটাগং প্রাইমের প্রেসিডেন্ট ইলেক্ট শুভ বড়ুয়া, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম রানা ও পরিচালক মো জামাল উদ্দিন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা