মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে বেড়েছে গাড়ির চাপ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে বেড়েছে গাড়ির চাপ

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে (৮ অক্টোবর) মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। এই নৌ-রুটে ৫টি মাঝারি আকৃতির ফেরি চলাচল করছে। সেগুলো গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিআইডাব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ।

তিনি বলেন, বেলা বাড়ার সাথে সাথে শিমুলিয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী গাড়ির চাপও বাড়তে থাকে। দুপুরে শিমুলিয়াঘাটে কয়েকশ’ যানবাহন পারের অপেক্ষায় ছিল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘাটে এসে ভিড় করছে। এজন্য শিমুলিয়াঘাটের পরিস্থিতি এমন। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ৫টি মিডিয়াম ফেরি চলছে। এগুলো গাড়ির চাপ সামাল দিতে পারছে না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বেড়েছে। গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) জানান, ৫টি ফেরি দিয়ে গাড়ির চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। দিন দিন পদ্মায় স্রোত কমতে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নৌপথ সরেজমিন পরিদর্শন শেষে ফেরির সংখ্যা মন্ত্রণালয়ের নির্দেশে বাড়তে পারে। যেসব মাঝারী আকৃতির ফেরি গুলো চলছে তাতে ২৫-৩০টি গাড়ি পার হতে পারছে।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা