জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-07-2021

জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

নোয়াখালীর সুধারাম ইউনিয়নের আন্ডারচর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল রবিবার সন্ধ্যায় দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।

আহতরা হচ্ছেন, কলেজ ছাত্র রাকিব হোসেন পরান (২০), মো. জিলান (৩২), মো. রিপন (৩০), আবদুল করিম (৪০), বাপ্পি (২৫)। এদের মধ্যে মো. রাকিবকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। 

হাসপাতালে আহতরা ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ জোরদার বেলাল, এলাছ মাঝি, জামাল মাঝি ও নাসিরের নের্তৃত্বে জিলান ও রাকিবের দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক লাঠিয়াল বাহিনী নিয়ে ঘর উঠাতে গেলে তারা বাধা দেয়। এক পর্যায়ে বেলাল ও এলাছ মাঝির নের্তৃত্বে ৪০/৫০ জন লাঠিয়াল বাহিনী তাদের হামলা ও ভাঙচুর এবং কুপিয়ে আহত করে। এতে কলেজ ছাত্রসহ ৭/৮ জন আহত হন। 

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা