পিরোজপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদরাসাছাত্রী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

পিরোজপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদরাসাছাত্রী

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর হস্তক্ষেপে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে । শুক্রবার দুপুরে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মোস্তাফা খলিফার মেয়ে খেজুরতলা এস দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তারকে ভুয়া জন্ম নিবন্ধন করে মেয়ের ফুফাতো ভাইয়ের সাথে বিবাহ দেওয়ার আয়োজন করা হয়।

এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) লুৎফুন্নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হয়। ইউএনও আসার খবর পেয়ে পালিয়ে যায় ছেলে পক্ষের লোকজন। এ সময় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমান করা হয় এবং বিবাহের সকল অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন্নেসা খানম জানান, বাল্যবিয়ে আয়োজন করার অভিযোগে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমান করা হয় এবং বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা