বাগেরহাটে ১৪ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

বাগেরহাটে ১৪ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র

বাগেরহাটে নিখোঁজের দুই সপ্তাহে পার হলেও সন্ধান মেলেনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম শিপনের (১১)। দিনদিন অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। এ বিষয়ে ওই শিক্ষার্থীর পিতা মো. মিজানুর রহমান বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ মো. শহিদুল ইসলাম সিপন বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর আদর্শ গ্রামের মো. মিজানুর রহমানের ছোট ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ২২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে নিয়মিত কোরআন শিক্ষার জন্য পার্শ্ববর্তী হাকিমপুর মাদ্রাসায় গিয়ে শিপন আর বাড়ি ফিরে আসেনি। ছেলে শিপনকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ২৪ সেপ্টেম্বর বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার পিতা।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার জন্য আমরা কাজ শুরু করেছি। আসাকরি শিশুটিকে খুঁজে বের করতে সক্ষম হব।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা