চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের নাবিকের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের নাবিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে দুর্ঘটনায় হেইকিয়াং হু নামে এক নাবিকের মৃত্যু হয়েছে। চীনা এ নাগরিকের বয়স ৩৮।

পতেঙ্গা লাইট হাউস থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত পানামা পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ ‘এমভি মায়ের্কস জাকার্তা’র একজন ডেক ফোরম্যান কাজ করার সময় নিচে পড়ে আহত হন। পরে কোস্টগার্ড তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় জাহাজের স্থানীয় এজেন্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত, মরদেহ নিজ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, শুক্রবার সকালে বন্দরের বহির্নোঙরে একটি জাহাজে কাজ করার সময় আহত হন বিদেশি নাবিক হেইকিয়াং হু। এ সময় কোস্টগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা