বৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক: সংস্কার হবে কবে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

বৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক: সংস্কার হবে কবে

বন্যা ও বৃষ্টিতে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা ও উপজেলার ১৪ ইউনিয়নের আঞ্চলিক সড়ক ভেঙে পড়েছে। জায়গায় জায়গায় খানাখন্দ তৈরি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এসব সড়ক। এতে এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

মির্জাপুর উপজেলা সড়ক ও জনপথ বিভাগ উপবিভাগীয় সহকারী প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের অধীনে মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া রাস্তা, মির্জাপুর-ভাতগ্রাম-কেদারপুর রাস্তা, গোড়াই-সখীপুর রাস্তা ও পাকুল্যা-দেলদুয়ার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পরেড়ে। এসব ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা সংগ্রহ করে অর্থ বরাদ্দ চেয়ে অধিদফতরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে রাস্তাগুলো সংস্কার করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, এলজিইডির অধীনে কদিমধল্যা-ছাওয়ালী-বাসাইল রাস্তা, হিলড়া-আদাবাড়ি-ফতেপুর রাস্তা, ফতেপুর-পারদিঘী রাস্তা, কদিমধল্যা-বরাটি রাস্তা, পাকুল্যা-লাউহাটি রাস্তা, কাটরা-উফুলকী রাস্তা, মির্জাপুর-কামারপাড়া-ভাওড়া রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকায় রয়েছে ভাবখণ্ড-পাইকপাড়া রাস্তা, দেওহাড়া-ফতেপুর-আনাইতারা রাস্তা, ওয়ার্শি-নাগরপাড়া-ভাতগ্রাম রাস্তা, দেওহাটা-বহুরিয়া রাস্তা, কুরনী-ফতেপুর রাস্তা, সোহাগপাড়া-কোদারিয়া রাস্তা, হাটুভাঙ্গা-আজগানা-কুড়িপাড়া রাস্তা, বাঁশতৈল-বালিয়াজান রাস্তাও।

এসব বিষয়ে জানতে চাইলে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন জানান, পৌরসভার ৯ ওয়ার্ডের মধ্যে থানা রোড, বংশাই রোড, কুমারজানি রোড, বাজার রোড, বাইমহাটি পালপাড়া, সাহাপড়া, পুষ্টকামুরীসহ অধিকাংশ রাস্তার বেহাল অবস্থা। ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। রাস্তাগুলো সংস্কারের জন্য বরাদ্ধ চেয়ে টাঙ্গাইল উন্নয়ন প্রজেক্টসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, বন্যা ও বৃষ্টিতে রাস্তার ক্ষতি হচ্ছে। এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা করে প্রকল্প তৈরি করা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সড়ক ও জনপথ বিভাগ মির্জাপুর অফিসের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী মো. এনামুল কবির বলেন, সড়ক ও জনপথ বিভাগের যেসব আঞ্চলিক রাস্তার ক্ষতি হয়েছে, সেগুলোর প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করা হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা