দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ৬দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হাকিমপুর পৌর মেয়র এনএএম জামিল হোসেন চলন্ত।

বন্ধ সংক্রান্ত বিষয়ে ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারি স্বাক্ষরিত একটি পত্র বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।

পত্রে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ থেকে ১৬ অক্টোবর ৬দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনএএম জামিল হোসেন চলন্ত বলেন, সনাতন ধর্মম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূজার বন্ধ শেষে ১৭ অক্টোবর থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় দু’দেশের মধ্যে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা