জলাবদ্ধ স্কুলের প্রবেশ পথ, চর্মরোগে আক্রান্ত শিক্ষার্থীরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

জলাবদ্ধ স্কুলের প্রবেশ পথ, চর্মরোগে আক্রান্ত শিক্ষার্থীরা

ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়। কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে অবস্থিত। এক বছর ধরে স্কুলটির প্রবেশ পথ ও মাঠ জলাবদ্ধ হয়ে আছে। বৃষ্টি হলে ক্লাসরুমে পানি ঢুকে পড়ে। ভিজে যায় লাইব্রেরির বই। পানিতে হাঁটতে গিয়ে শিক্ষার্থীরা প্রতিনিয়ত চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও দুর্ভোগে পড়তে হয় স্কুল সংলগ্ন প্রায় দুই হাজার বাসিন্দাদেরও।

সরেজমিন গিয়ে দেখা গেছে, স্কুলে প্রবেশের রাস্তা, মাঠ, বারান্দা পানিতে ডুবে আছে। বালির বস্তা ফেলে বারান্দা দিয়ে শিক্ষক শিক্ষার্থীরা চলাচল করছে। টয়লেট ডুবে যাওয়ায় প্রয়োজন মেটাতে পাশের বাড়িতে যেতে হচ্ছে সবাইকে। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় কিছু পানি কমেছে। যেদিন বৃষ্টি হয় সেদিন অফিস ও শ্রেণীকক্ষে পানি প্রবেশ করে। পানি প্রবেশ করে লাইব্রেরির বই ভিজে গেছে।

স্থানীয়রা বলেন, গত এক বছর ধরে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসি জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন। এলাকার দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন পানি নিষ্কাশনের কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক আহমেদ গোলাম সারোয়ার বলেন, স্কুলের মাঠ ও রাস্তা বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। আমাদের ৩৩০ জন শিক্ষার্থী, ১২জন শিক্ষক ও ৩ জন কর্মচারী রয়েছেন। এছাড়াও এখানে একটি কিন্ডার গার্ডেন রয়েছে। তাদের ১৭০ জন শিক্ষার্থী রয়েছে। সবাইকে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, আশা করি এবিষয়ে জেলা শিক্ষা প্রকৌশল ভালো ভূমিকা রাখবে। আমরা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা