ভারতকে হারালে ‘ব্ল্যাঙ্ক চেক’ পাবেন রমিজ রাজা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

ভারতকে হারালে ‘ব্ল্যাঙ্ক চেক’ পাবেন রমিজ রাজা

যে কোনো খেলায় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। ক্রিকেট হলে, উত্তেজনার মাত্রা বেড়ে যায় কয়েক গুনে। তবে মাঠের লড়াইয়ে বেশ কিছুদিন সেই ছাপ নেই বলা যায়।

রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি ও এসিসি টুর্নামেন্ট ছাড়া আর সাক্ষাত্ হয় না দুই দলের। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ দুবাইয়ে অনুষ্ঠেয় ২৪ অক্টোবরের ম্যাচটির দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই ভারতের কাছে পাত্তা পায় না পাকিস্তান। ৫ ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।

তবে এবার দিন বদলের গান গাইতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। সেটা হলে অর্থনৈতিকভাবে ফুলে উঠবে পিসিবি। কেননা ভারতকে হারাতে পারলে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা দিয়েছেন এক বিনিয়োগকারী।

রমিজ বলেন, ‘পিসিবির ৫০ শতাংশ তহবিল আসে আইসিসি থেকে। আর আইসিসি তার ৯০ শতাংশ পায় ভারতের থেকে। আমি ভয়ে আছি, যদি ভারত আইসিসিকে তহবিল দেওয়া বন্ধ করে দেয়, তাহলে হয়তো পিসিবির পতন হতে পারে।

কারণ, আইসিসিকে পিসিবি ১ শতাংশ তহবিলও দেয় না। আমি পাকিস্তান ক্রিকেট শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ। একজন শক্তিশালী বিনিয়োগকারী আমাকে বলেছে যে, পিসিবির জন্য একটি ব্ল্যাঙ্ক চেক তৈরি। তবে যদি বিশ্বকাপে ভারতকে পাকিস্তান হারাতে পারে।’



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা