'দুঃসময় মানুষকে পরিণত করে', আরিয়ানকে খোলা চিঠি হৃতিকের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2021

'দুঃসময় মানুষকে পরিণত করে', আরিয়ানকে খোলা চিঠি হৃতিকের

কথায় বলে দুঃসময়ে আসল মানুষ, আসল বন্ধুকে চেনা যায়। আর এমন কঠিন সময়ে শাহরুখ-গৌরীর সমর্থনে তাদের পুত্র ২৩ বছরের আরিয়ানকে খোলা চিঠি লিখলেন হৃতিক রোশন। অভিনেতার মতে, দুঃসময় মানুষকে পরিণত করে। তাই আরিয়ান যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন, তারই পরামর্শ দিলেন হৃতিক। 

খোলা চিঠিতে হৃতিক লিখলেন, 'প্রিয় আরিয়ান, জীবন বড় বিচিত্র একটি যাত্রা। যেখানে চড়াই, উৎরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই এ জীবন এত সুন্দর। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাদের মনের জোর খুব, কেবল তাদেরই কঠিন সময়ের সামনে এনে ফেলেন। তোমার ভিতরের বিভিন্ন অনুভূতি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই তোমার নায়ক সত্তা বেরিয়ে আসবে। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলির মধ্যে কোনটি রাখবে, কোনটি ফেলবে, তা তোমার সিদ্ধান্ত। জীবনে যা যা অভিজ্ঞতা হবে, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলোই তোমার উপহার। শান্ত থাকো, লক্ষ করো। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো। সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। ভালবাসি আরিয়ান।' 

ইনস্টাগ্রামের ওই পোস্টে আরিয়ানের একটি ছবি পোস্ট করেছেন হৃতিক। খোলা চিঠিতে তিনি আরও জানিয়েছেন, ছোট থেকেই চোখের সামনে আরিয়ানকে বড় হতে দেখেছেন। তাই জীবনে কঠিন সময় এলেও মনোবল নিয়ে আলোর দিকে হেঁটে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। 

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা