সাইকেল লেনে সাইকেল নাই, আছে...


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-10-2021

সাইকেল লেনে সাইকেল নাই, আছে...

রাজধানীর মানিক মিয়া এভিনিউ’র সাইকেল লেনে সাইকেল নেই। অথচ আর সবই আছে। কেউ পার্কিং করেছেন প্রাইভেট কার, কেউ রেখেছেন মোটরসাইকেল। আছে সিএনজি, বাস ও পণ্যবাহী পিকআপ ট্রাকও। এমনকি খোদ পুলিশ বিভাগের চেকপোস্টের ব্যারিকেড জড়ো করে রাখা হয়েছে এই লেনের ওপর। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সাইকেল লেন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বেশ ঢাকঢোল পিটিয়ে প্রায় একবছর আগে এই সাইকেল লেন উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গত ডিসেম্বরে লেনটি দখলমুক্ত করতে অভিযানও চালানো হয়। অভিযান শেষে ফের দখল হয়ে গেছে লেনটি।

রনি মিয়া নামের একজন সাইকেলচালক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘এই লেনে তো সাইকেল চালানোর উপায় নেই। আমরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। এখানে পার্কিং করা গাড়িগুলোর জন্য মূল রাস্তায় উঠতে হয় বারবার। তাতে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।’

সাইকেল লেনে পার্ক করা একটি প্রাইভেট কারের চালক শাহীন ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘এইটা যে সাইকেল লেন, তা তো জানতাম না। কোনো লিখিত সাইনবোর্ডও নাই, আলাদা রঙও বোঝা যায় না। জানা থাকলে পার্কিং করতাম না।’

লেনে পার্ক করা গাড়ি, সাইকেল মূল রাস্তায় চলতে বাধ্য হচ্ছে। ছবি: ইত্তেফাক

লেনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির চালক ফরিদ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘ফাঁকা জায়গা দেখে দাঁড়াইছি। সাইকেল তো অল্পই যায়। আর এখানে না দাঁড়াইলে দাঁড়ানোর জায়গাও তো নাই।’

আরেক মোটরসাইকেলের চালক রনি আহমেদ বলেন, ‘সাইড করেই দাঁড়িয়েছি। সাইকেল যাওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে।’

গাড়ি পার্কিং নিয়ে হকার রাজা মিয়া ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘এমনই তো দেখছি প্রতিদিন। এখন তাও দুপুর দেইখ্যা গাড়ি কম। সন্ধ্যার মুহে রাস্তার এইমাথাত্তে হেইমাথা পর্যন্ত পুরাই গাড়ি রাহা থাহে।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির বলেন, ‘মূলত শিক্ষার্থীরাই সাইকেল চালান বেশি। এছাড়া, স্বাস্থ্য সচেতনরাও সাইকেলে চলাফেরা করেন। এখন সাইকেলের জন্য আলাদা লেন না থাকলে ব্যস্ত শহরে দুর্ঘটনা বাড়ার আশঙ্কা আছে। মানিক মিয়া এভিনিউয়ের অবস্থা দেখে মনে হচ্ছে, সরকারের প্রধান মনোযোগে আছেন প্রাইভেটকারের মালিকরা। সাধারণ মানুষের বাহন সাইকেল নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা