করোনায় আক্রান্ত তালতলী তাপবিদ্যুৎকেন্দ্রের ২২ চীনা নাগরিক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-10-2021

করোনায় আক্রান্ত তালতলী তাপবিদ্যুৎকেন্দ্রের ২২ চীনা নাগরিক

বরগুনার তালতলী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ২২ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাদেরকে তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে। তারা সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলীতে আসেন। জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা. মারিয়া হাসান জানান, করোনা উপসর্গ নিয়ে বুধবার (৬ অক্টোবর) তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়। সেখান থেকে নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। বরিশাল থেকে বৃহস্পতিবার (৭অক্টোবর) সকালে বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের করোনার প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয় নমুনা দেয়া ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিক করোনা পজিটিভ আসে। করোনায় পজিটিভ হওয়া ২২ চীনা নাগরিককে তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে৷ স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। এছাড়া তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে৷

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, করোনা শনাক্ত হওয়া চীনা নাগরিকদের তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই আলাদা কেয়ার্টারে আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা