আমেরিকাকে পেছনে ফেলে মহাকাশে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ে রাশিয়া


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-10-2021

আমেরিকাকে পেছনে ফেলে মহাকাশে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ে রাশিয়া

আমেরিকাকে পেছনে ফেলে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি শুটিং ইউনিট পাঠিয়েছে রাশিয়া। এটাকে ভিন্ন উপায়ে রাশিয়ার মহাকাশে নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে।

ক্লিম শিপেনকো পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করবেন ৩৭ বছর বয়সী ইউলিয়া পেরেসিল্ড।

মঙ্গলবার কাজাখস্তানের বাইকনুর থেকে সয়ুজ এমএস-১৯ মহাকাশ যানটি উড্ডয়ন করে এবং তিন ঘণ্টা পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুটিং শুরু করে।  

হলিউড অভিনেতা টম ক্রুজ ও নাসা যৌথভাবে মহাকাশে শুটিংয়ের পরিকল্পনা করলেও তাদের আগে সেখানে পৌঁছে গেল রাশিয়ান শুটিং ইউনিট। 

রাশিয়ার কমসোমোলস্কায়া প্রাভদা ওয়েবসাইট জানিয়েছে, রাশিয়ার স্থানীয় সময় ১১টা ৫৫ মিনিটে হলিউড স্টুডিও’র বাইরে কাজাখ প্রান্তর থেকে যেখানে উট আর গোফার (এক ধরনের ইদুর জাতীয় প্রাণী) বিচরণ করে, সেখান থেকে আসল অভিনয় শিল্পীরা মহাকাশে যাত্রা করেছেন।

শিপেনকোর স্ত্রী অভিনেত্রী সোফিয়া কারপুনিনা জানান, যাত্রার আগে পরিচালককে ১৫ কেজি ওজন কমাতে হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা