হাবিপ্রবি খুলছে ২১ অক্টোবর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-10-2021

হাবিপ্রবি খুলছে ২১ অক্টোবর

বৈশ্বিক করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) খুলে দেওয়া হচ্ছে আগামী ২১ অক্টোবর। এর আগে ১৮ অক্টোবর থেকে ক্রমান্বয়ে খুলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। তবে শর্ত সাপেক্ষেই সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু করা হবে এবং আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে হাবিপ্রবির ৫৮তম একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার। বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা