ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে চেক প্রজাতন্ত্র


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-10-2021

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্র এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ৬৩০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েলের সঙ্গে। বলা হচ্ছে, মধ্য ইউরোপের দেশটি নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সুরক্ষিত করার লক্ষ্যেই এমন পদক্ষেপ নিয়েছে। খবর আলজাজিরার।

এ বিষয়ে চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চুক্তির আওতায় চারটি অল্প পরিসরের আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পাওয়া যাবে যার মূল্য হচ্ছে ৬৩০ মিলিয়ন ডলার।

বিপুলে অর্থের এই চুক্তির মাধ্যমে চেক প্রজাতন্ত্র ইসরায়েলি রাষ্ট্র পরিচালিত কোম্পানি রাফায়েল অ্যাডভানসড ডিফেন্স সিস্টেমস লিমিটেডের তৈরি স্পাইডার ব্যবস্থা কিনবে। এর মধ্যে স্পাইডার ব্যবস্থা হেলিকপ্টার, বোমারু বিমান, ক্রুজ মিসাইল এবং অন্যান্য অস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা