আজারবাইজানের সামরিক বাহিনীর জন্য আকাশপথ বন্ধ করল ইরান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-10-2021

আজারবাইজানের সামরিক বাহিনীর জন্য আকাশপথ বন্ধ করল ইরান

সাম্প্রতিক সময়ে আজারবাইজান ও ইসরায়েলের ঘনিষ্ঠতা, ইরানি দূতাবাসে হামলা ও সীমান্তে মহড়াসহ বেশ কিছু কারণে অসন্তুষ্ট তেহরান। এরই মধ্যে আজারবাইজানের সামরিক বাহিনীর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করেছে ইরান। খবর ইয়েনি শাফাকের।

তেহরানের পক্ষ থেকে গত মঙ্গলবার বাকুকে এ তথ্য জানানো হয়। এতে ইরানের ওপর দিয়ে আজারবাইজানের স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নাখচিভানে সামরিক সরঞ্জামাদি বহনের পথ ব্যবহার বন্ধ হয়ে গেল। যদিও ইরান বেশিরভাগ সময় আজারবাইজানের আকাশসীমা আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর ব্যবহার করে।

উল্লেখ্য, বেশ কয়েকটি ঘটনায় আজারবাইজান ও ইরানের মধ্যে সম্পর্ক বর্তমানে তালানিতে ঠেকেছে। সর্বশেষ আজারবাইজানে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে তেহরান। গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে ইরানি দূতাবাসের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা