ঝিনাইদহে আরও ৮৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-07-2021

ঝিনাইদহে আরও ৮৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জন। এছাড়াও নতুন করে আরও ৮৯ জনের করোনা আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আরও একজন মারা যান। করোনা ওয়ার্ডে ৭৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে আসা ২৮৫ জনের নমুনার ফলাফলের মধ্যে ৮৯ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩১ দশমিক ২২ ভাগ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ১৯৪ জনে। এ পর্যন্ত নতুন করে ৩০৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৩৩ জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা