৫০০ কোটিরও বেশি মানুষের পানি সংকটে পড়ার আশঙ্কা : জাতিসংঘের রিপোর্ট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2021

৫০০ কোটিরও বেশি মানুষের পানি সংকটে পড়ার আশঙ্কা : জাতিসংঘের রিপোর্ট

জলবায়ু পরিবর্তন নিয়ে আশঙ্কাজনক বার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির নতুন এক রিপোর্ট বলা হয়েছে, এতে গত ২০ বছর ধরে ভূপৃষ্ঠে তুষার ও বরফে সঞ্চিত পানির স্তর প্রতি বছর এক সেন্টিমিটার হারে কমে এসেছে। ২০৫০ সাল নাগাদ বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ পানি সংকটে পড়তে পারেখবর দ্য ওয়াশিংটন পোস্ট এর।

‘দ্য স্টেট অব ক্লাইমেট সার্ভিসেস ২০২১ : ওয়াটার’ শীর্ষক ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পানির স্তর সবচেয়ে বেশি কমেছে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে। তবে অনেক জনবহুল নিম্নভূমির এলাকাগুলোতে যেখান থেকে ঐতিহ্যগতভাবে পানি সরবরাহ হতো সেসব এলাকায় উল্লেখযোগ্য হারে পানির পরিমাণ কমেছে।

২০১৮ সাল থেকে বিশ্বের ৩৬০ কোটি মানুষ অন্তত পক্ষে এক মাস পানির পর্যাপ্ত সরবরাহ পায় না জানিয়ে ইউএন ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানিজশন (ইউএমও) প্রধান পিট্টিরি তালাস বলেছেন, ‘পানির সংকট মোকাবিলা করতে হবে। পানির নিরাপত্তার জন্য বড় ধরনের প্রভাব রয়েছে, কারণ পৃথিবীতে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ পানি ব্যবহারযোগ্য এবং মিষ্টি পানি পাওয়া যায়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা