টেসলার সাবেক কর্মীকে ১৩৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2021

টেসলার সাবেক কর্মীকে ১৩৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা’র সাবেক এক কৃষ্ণাঙ্গ কর্মী কর্মক্ষেত্রে বর্ণবৈষম্যের শিকার হওয়ায় ১৩৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

সোমবার সান ফ্রান্সিসকোর আদালত এই নির্দেশ দেয়। ওয়েন ডিয়াজ নামে ওই ব্যক্তি ২০১৫ থেকে ২০১৬ সালে টেসলার ফ্রেমন্ট ফ্যাক্টরিতে লিফট অপারেটর হিসেবে কাজ করতেন।

ডিয়াজের আইনজীবীরা জানান, কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের শিকার হন তিনি। ডিয়াজ দাবি করেন, কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্য করে প্রতিনিয়ত বর্ণ বৈষম্যমূলক গালি ও মন্তব্য করা হতো টেসলায়। সুপারভাইজরের কাছে এবিষয়ে অভিযোগ জানালেও যথাযথ পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানটি।

ওয়েন ডিয়াজকে ক্ষতিপূরণ হিসেবে ১৩০ মিলিয়ন ডলার এবং তাকে মানসিকভাবে পীড়িত করায় টেসলাকে আরও ৭ মিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দেয় আদালত।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা