দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-07-2021

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরছে শতশত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি। 

সোমবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দুই পাশের ঘাট থেকে আসা-যাওয়া করা ফেরিতে এমন দৃশ্য দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দীন জানান, সীমিত সংখ্যক ফেরি দিয়ে এই রুটে জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে। সেই সুযোগে যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল উঠছে। ফেরিতে যাত্রী নিয়ন্ত্রণের বিষয় প্রশাসন দেখে। এছাড়া ব্যক্তিগত গাড়িগুলো যথাযথ কারণের প্রমাণ দিতে পারলেই কেবল ফেরির টিকিট পাচ্ছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা