চিড়িয়াখানার পাশের সড়কের কাছে মর্টার শেল উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2021

চিড়িয়াখানার পাশের সড়কের কাছে মর্টার শেল উদ্ধার

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে ঘিরে রেখেছে র‍্যাব-৪ এর একটি দল।

আজ বুধবার সকালে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় একটি মর্টার শেল উদ্ধার করে র‍্যাব। মর্টার শেল সদৃশ বস্তুটি নিরাপদ স্থানে নিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

র‌্যাবের প্রাথমিক ধারণা, মর্টার শেলটি যুদ্ধের সময়কার। এই এলাকায় এমন বোমা আরও পাওয়া যেতে পারে। রাতে খবর পেয়ে র‌্যাব পুরো বাড়ি ঘিরে ফেলে। সকাল থেকে শুরু হয় এটির অপসারণের কাজ। বিস্ফোরণের জন্য বোমাটিকে দিয়াবাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা