বিএনপি ছিলাম, এখন আওয়ামী লীগ, দোষের তো কিছু নাই’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2021

বিএনপি ছিলাম, এখন আওয়ামী লীগ, দোষের তো কিছু নাই’

২০১৪ সালেও ছিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা শাখার বিএনপির সহ-সভাপতি। পরে ২০১৫ সালে স্থানীয় সাংসদের হাতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন বিএনপি নেতা আব্দুস সোহরাব। যোগদানের পর পরই লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন তিনি। এরপর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হয়ে সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন আব্দুস সোহরাব। এর আগে ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদিতমারী শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বর্তমানে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওই কমিটিতে আব্দুস সোহরাবকে ১নং সহ-সভাপতি নির্বাচিত করা হয়। কমিটিতে তার দলীয় পরিচিতি নম্বর-৩৫৩৮৮০৩ উল্লেখ করা হয়েছে।

এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুস সোহরাব একজন বিশিষ্ট ব্যবসায়ী। আর এ ব্যবসায়ীক কারণে তিনি একের পর এক দল বদল করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বিএনপি ছেড়ে তিনি এবার আওয়ামী লীগে যোগদান করে আবারও সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। ইতোমধ্যে নৌকা প্রতীকের মনোনয়ন আব্দুস সোহরাবের অনেকটা নিশ্চিত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

বিএনপির সাবেক নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সোহরাব বিএনপি থেকে ২০১৫ সালে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্থানীয় সাংসদের হাত ধরে আওয়ামী লীগে যোগদানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগে বিএনপি ছিলাম কিন্তু এখন তো আওয়ামী লীগ, দোষের কিছু নাই।’

এদিকে বুধবার (৬ অক্টোবর) সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্বদৈলজোড় এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারনায় রয়েছেন বলে আব্দুস সোহরাব বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

উপজেলা আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য সাপ্টিবাড়ী ইউনিয়ন থেকে সাবেক বিএনপি নেতা আব্দুস সোহরাব ও সাপ্টিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে সাবেক বিএনপি নেতা আব্দুস সোহরাবের মনোনয়ন অনেকটা নিশ্চিত বলে সূত্রটি নিশ্চিত করেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা