ডাকাতিকালে হত্যা; প্রাণঘাতী ইঞ্জেকশনে মৃত্যুদণ্ড কার্যকর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2021

ডাকাতিকালে হত্যা; প্রাণঘাতী ইঞ্জেকশনে মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ডাকাতিকালে তিনজনকে হত্যার দায়ে আর্নেস্ট জনসন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড প্রাণঘাতী ইঞ্জেকশনে কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে ৬১ বছর বয়সী আর্নেস্ট জনসনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে স্টে অর্ডার বিবেচনা করতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

আর্নেস্ট জনসন তার শাস্তি লঘু করার আবেদন করেছিলেন। এতে সমর্থন ছিল পোপ ফ্রান্সিস ও কংগ্রেসের দু’জন সদস্যের। কিন্তু তাতেও তার মৃত্যুদণ্ড রহিত হয়নি। 

তার আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করেন যে, তার অনেক আইকিউ পরীক্ষা হয়েছে। এতে দেখা গেছে তার মানসিক অবস্থা একটি শিশুর মতো। তিনি তৃতীয় শ্রেণির পড়াশোনা করতে পারেন। তাই মৃত্যুদণ্ডের মতো শাস্তি নেয়ার মতো অবস্থায় নেই আর্নেস্ট জনসন।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ডাকাতির সময় তিনি স্টোরের তিনজন কর্মীকে গুলি করে হত্যা করেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা