কালিয়াকৈরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2021

কালিয়াকৈরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম কামরুল ইসলাম (৫০)। তিনি কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকায় আব্দুর রাজ্জাকের ছেলে। 

গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার সদরচালা এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, উপজেলার সদরচালা এলাকায় কামরুল ইসলামের বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মৌচাক ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় কামরুল ইসলামের বাড়ি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক দাম ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার জানান, মাদক ব্যবসায়ীকে আজ বুধবার দুপুরে গাজীপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা