বগুড়ায় ট্রাকের ধাক্কায় এসআইপুত্র নিহত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2021

বগুড়ায় ট্রাকের ধাক্কায় এসআইপুত্র নিহত

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় আসাদুজ্জামান লিমন (২১) নামে এক কলেজছাত্র গতাকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিহত হয়েছেন। তিনি নঁওগা জেলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত নুরুজ্জামানের ছেলে। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নন্দলালপুরে। 

বর্তমানে শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়ীয়া উত্তরপাড়া সেনাপল্লীতে বসতবাড়ী নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করছেন তারা। লিমন ঢাকা হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে লিমন মোটরসাইকেল নিয়ে উপজেলার মাঝিড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পেট্রোল পাম্পের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে পিছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হাইওয়ে পুলিশকে খোঁজ-খবর নিয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা