দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত দুই


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2021

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত দুই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে সুয়াগাজী ভাটপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম। নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুরের জামিল (৩২) ও ভাটপাড়ার মোজাম্মেল (৩৩)।

উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। এ সময় কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন কাভার্ডভ্যানের নিচে আটকে আছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। 

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি চট্টগ্রামমুখী ছিল। ধারণা করা হচ্ছে চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা