দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সাড়ে ১১ কোটি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2021

দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সাড়ে ১১ কোটি

দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখে পৌঁছেছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি’র প্রকাশিত আগস্ট মাসের প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

 
বিটিআরসির সর্বশেষ হিসাবে, আগস্ট মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। জুলাইয়ে এই সংখ্যা ছিল ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার।  

সম্প্রতি বিটিআরসি জানিয়েছে, দেশের মোবাইল ফোন অপারেটরগুলো নতুন ১৭ লাখ ২০ হাজার ইন্টারনেট গ্রাহক পেয়েছে।   আগস্টে দেশে মোট মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ছিল ১৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক আট কোটি ৩১ লাখ ৮০ হাজার,  রবির পাঁচ কোটি ২২ লাখ ৬০ হাজার, বাংলালিংকের তিন কোটি ৬৯ লাখ এবং টেলিটকের ৬২ লাখ ৭০ হাজার সংযোগ রয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা