ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-10-2021

ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালানোর সময় নোয়াখালীর উপকূলীয় হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে শিশু-নারী ও পুরুষসহ ২৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ঠিকানা জানাতে পারেনি জেলা পুলিশ।

নদীতে জোয়ার আসলে মঙ্গলবার রাতে তাদেরকে ভাসানচর থানায় নেওয়া হবে। 

এর আগে আজ মঙ্গলবার সকালে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশকে অবহিত করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তবে এর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। 

মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ২৪ জন রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ২৪ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটক আছে মর্মে সংবাদ পাওয়া গেছে। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। রাত ১২টায় নদীতে জোয়ার আসলে রোহিঙ্গাদের ট্রলারে করে নিয়ে আসা সম্ভব হবে। কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে রয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা