বিজয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-10-2021

বিজয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামীর বিরুদ্ধে রিতা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার ইছাপুরা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।

গ্রামবাসী ও পরিবারের লোকজন জানায়, প্রায় ৩ বছর আগে উপজেলার ইছাপুরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে কৃষক জুনায়েদ মিয়ার সাথে পাশের বাড়ির বশির মিয়ার মেয়ে রিতা আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। অভাবের সংসারে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে কলহ হত। গত সোমবার রাতে বাকবিতণ্ডার জেরে স্বামী স্ত্রীকে পেটাতে থাকে।

একপর্যায়ে স্বামীর বেধড়ক আঘাতে স্ত্রী রিতা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। পরে রিতা আক্তার আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছে খবর গেলে রিতার পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে রাত ১০টার পর বিজয়নগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, পুলিশ খবর পেয়ে সোমবার রাত ১০টার পর লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আজ মঙ্গলবার বিকালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা