পুলিশ ভেবে ভয়ে নদীতে ঝাঁপ, ১২ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-10-2021

পুলিশ ভেবে ভয়ে নদীতে ঝাঁপ, ১২ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

চাঁদপুর শহরের পুরানবাজারে গভীর রাতে দুই যুবক পুলিশ আসছে ভেবে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেন। এরপর একজন নদী থেকে উঠতে পারলেও অন্যজন নদীর পানিতে তলিয়ে যান। 

এরপর আজ ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়লাঘাট মা ডকইয়ার্ডের সামনে ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে রুবেল হোসেন নামে ওই যুবকের লাশ ১২ ঘণ্টা পর উদ্ধার করে। তিনি পেশায় রুবেল অটোচালক ছিলেন। 

নিহত রুবেলের সহপাঠী হাসান জানান, ৫নং কয়লাঘাট নদী পাড়ে দু’বন্ধু বসে আলাপ করছিল। ওই সময় লাইটের আলো দেখে পুলিশ আসছে ভেবে দু’জন নদীতে ঝাঁপ দেয়। এসময় রুবেলের শরীরে প্রচণ্ড জ্বর থাকায় সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর অবশেষে ফায়ার সার্ভিসের দল নদী থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সোমবার রাতে কয়লাঘাটে তারা দুই যুবক মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল নদীতে তলিয়ে গেলেও তার বন্ধু নদী থেকে তীরে উঠে আসে। 

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারে পক্ষে কোনো অভিযোগ না থাকায় লাশটি সুরতহাল শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা